Wellcome to National Portal

#এখন হইতে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের প্রি-ডির্পাচার ওরিয়েন্টশন (পিডিও) ০৩(তিন) দিনের ট্রেনিং সহ সব রকমের ভিসা যাচাই অত্র দপ্তর হতে সম্পন্ন করা হয়। # বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সঠিক এজেন্সীর মাধ্যমে বিদেশ গমনের ক্ষেত্রে সকল ধরনের সেবা প্রদান করা হয়। # জরুরি গণবিজ্ঞপ্তি: বিদেশগামী কর্মীদের অনলাইনে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান সেবা চালু .. ১) প্রবাসগামী কর্মীদের দ্রুত বহির্গমন ছাড়পত্র প্রদানের জন্য সেবা সহজীকরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতিতে স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি Online এ বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান করা হচ্ছে যা স্মাট বাংলাদেশ বিনির্মান কার্যক্রম এগিয়ে নেবে। ২) এ লক্ষ্যে প্রবাসগামী প্রত্যেক অভিবাসী কর্মীর বহির্গমন ছাড়পত্র www.amiprobashi.com বা www.old.bmet.gov.bd লিঙ্ক এ প্রবেশ করে Clearance Card অপশনে গিয়ে কর্মীর পাসপোর্ট নাম্বার দিয়ে কাঙ্খিত বহির্গমন ছাড়পত্র বিশ্বের যে কোন স্থান হতে ডাউনলোড করা যাবে। ৩) QR কোড সম্বলিত বিধায় ডাউনলোডকৃত কার্ডটি বহির্গমনকালে সংশ্লিষ্ট বিমান বন্দরে যাচাই (Verification) করা হবে। কাজের ভিসা (Employment visa) নিয়ে বহির্গমনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা/হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম/ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট দিয়ে বহির্গমনকালে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেক্সে রক্ষিত QR কোড মেশিনে BMET Clearance যাচাইযান্তে কর্মীরা আগের তুলনায় সহজে ও দ্রুত বহির্গমন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কী কী সেবা পাওয়া যাবে ঃ-

(১)বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের এবং বিদেশ ফেরৎ কর্মীদের নিবন্ধন ও ডাটাবেজে নাম সংরক্ষন করা ।

(২) বিদেশে চাকুরীনিয়ে গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গমনের বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান।

(৩) প্রবাসে থাকা ব্যক্তিদের কোন ধরনের  অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

(৪) বিদেশে মৃত্যু বরণকারী বা দুর্ঘটনার শিকার হওয়া কর্মীদের মৃত্যুদেহ দ্রুত দেশে আনায়ন সহ  আর্থিক অনুদান/ক্ষতিপূরনের অর্থ বিতরনের প্রয়োজনীয় ব্যবস্থা করা।

(৫) বিনা খরচে বিদেশ গমনেচ্ছুক মহিলা কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গমনের সহায়তা করা।

(৬) অভিবাসন সর্ম্পকিত আন্তর্জাতিক দিবস যথাযথভাবে পালন করা।

(৭) অভিবাসনের কাজে এনজিওদের সঙ্গে সমন্বয় করে কাজ করা ।

(৮) বিদেশ গমনেচ্ছুক কর্মীদের অভিবাসন খরচের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের সহায়তা প্রদান।

(৯) বৈধ রক্রুটিং এজেন্সীর সর্ম্পকে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সহায়তা প্রদান।

(১০) প্রবাসে অবস্থানরত প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানে সহায়তা প্রদান।

(১১) বিদেশ থেকে কোন কর্মী অসুস্থ হয়ে দেশে এসে মৃত্যুবরণ করলে মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদানে সহায়তা করা।

(১২) প্রবাসী কর্মীর পরিবারের কোন সদস্য প্রতিবন্ধী থাকলে প্রতিমাসে ১০০০/-(একহাজার) টাকা হারে ভাতা প্রদান এর জন্য সহযোগিতা  প্রদান।

(১৩) অভিবাসন সংক্রান্ত যে কোন তথ্য প্রদান।

(১৪) শ্রমিকদের বিদেশ যাওয়ার  ক্ষেত্রে  প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং এতদসংক্রান্ত সচেতনতা বৃদ্ধি।

(১৫) কোন কর্মী বিদেশ যাওয়ার পূর্বে প্রার্ক বর্হিগমন প্রশিক্ষণ (PDO) গ্রহনে সহায়তা প্রদান।

(১৬) দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান।

(১৭) পেশা নির্দেশনা প্রদান।

(১৮) সংবাদপত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি  অফিস নোটিশ বোর্ডে প্রদর্শন।

(১৯) অভিবাসন সর্ম্পকিত আন্তর্জাতিক দিবস যথাযথভাবে পালন করা।

(২০) ফিঙ্গার প্রিন্ট প্রদান