#এখন হইতে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের প্রি-ডির্পাচার ওরিয়েন্টশন (পিডিও) ০৩(তিন) দিনের ট্রেনিং সহ সব রকমের ভিসা যাচাই অত্র দপ্তর হতে সম্পন্ন করা হয়। # বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সঠিক এজেন্সীর মাধ্যমে বিদেশ গমনের ক্ষেত্রে সকল ধরনের সেবা প্রদান করা হয়। # জরুরি গণবিজ্ঞপ্তি: বিদেশগামী কর্মীদের অনলাইনে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান সেবা চালু .. ১) প্রবাসগামী কর্মীদের দ্রুত বহির্গমন ছাড়পত্র প্রদানের জন্য সেবা সহজীকরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতিতে স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি Online এ বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান করা হচ্ছে যা স্মাট বাংলাদেশ বিনির্মান কার্যক্রম এগিয়ে নেবে। ২) এ লক্ষ্যে প্রবাসগামী প্রত্যেক অভিবাসী কর্মীর বহির্গমন ছাড়পত্র www.amiprobashi.com বা www.old.bmet.gov.bd লিঙ্ক এ প্রবেশ করে Clearance Card অপশনে গিয়ে কর্মীর পাসপোর্ট নাম্বার দিয়ে কাঙ্খিত বহির্গমন ছাড়পত্র বিশ্বের যে কোন স্থান হতে ডাউনলোড করা যাবে। ৩) QR কোড সম্বলিত বিধায় ডাউনলোডকৃত কার্ডটি বহির্গমনকালে সংশ্লিষ্ট বিমান বন্দরে যাচাই (Verification) করা হবে। কাজের ভিসা (Employment visa) নিয়ে বহির্গমনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা/হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম/ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট দিয়ে বহির্গমনকালে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেক্সে রক্ষিত QR কোড মেশিনে BMET Clearance যাচাইযান্তে কর্মীরা আগের তুলনায় সহজে ও দ্রুত বহির্গমন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
সহকারী পরিচালক
মোবাইল নং : ০১৭১২২৯৮৩৮৯
ফোন (অফিস) : ০৫৪১-৫১৮৪২
ই-মেইল : demogaibandha@gmail.com
পোলিং
মতামত দিন