Wellcome to National Portal

জরুরি গণবিজ্ঞপ্তি: বিদেশগামী কর্মীদের অনলাইনে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান সেবা চালু.. ১) প্রবাসগামী কর্মীদের দ্রুত বহির্গমন ছাড়পত্র প্রদানের জন্য সেবা সহজীকরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতিতে স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি Online এ বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) প্রদান করা হচ্ছে যা স্মাট বাংলাদেশ বিনির্মান কার্যক্রম এগিয়ে নেবে। ২) এ লক্ষ্যে প্রবাসগামী প্রত্যেক অভিবাসী কর্মীর বহির্গমন ছাড়পত্র www.amiprobashi.com বা www.old.bmet.gov.bd লিঙ্ক এ প্রবেশ করে Clearance Card অপশনে গিয়ে কর্মীর পাসপোর্ট নাম্বার দিয়ে কাঙ্খিত বহির্গমন ছাড়পত্র বিশ্বের যে কোন স্থান হতে ডাউনলোড করা যাবে। ৩) QR কোড সম্বলিত বিধায় ডাউনলোডকৃত কার্ডটি বহির্গমনকালে সংশ্লিষ্ট বিমান বন্দরে যাচাই (Verification) করা হবে। কাজের ভিসা (Employment visa) নিয়ে বহির্গমনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা/হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম/ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট দিয়ে বহির্গমনকালে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেক্সে রক্ষিত QR কোড মেশিনে BMET Clearance যাচাইযান্তে কর্মীরা আগের তুলনায় সহজে ও দ্রুত বহির্গমন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

Main Comtent Skiped

সার্ভিস কিভাবে পাবেন

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবাসমূহ:

১। নিবন্ধন ও পরামর্শ শাখা:

  • বৈধভাবে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের ডাটাবেজে নাম নিবন্ধন এবং ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক।
  • ডাটাবেজে নাম নিবন্ধন এবং ফিঙ্গার প্রিন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
  • ওমান, কাতার, বাহরাইন, সিংগাপুর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত ও সৈাদি আরবগামী পুরুষ কর্মীদের একক বহির্গমন ছাড়পত্র প্রদান ও স্মার্ট কার্ড ইস্যু করা হয়।

২। কল্যাণ শাখা:

  • বৈধ/অবৈধভাবে বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর লাশ দেশে আনানয়ন।
  • মৃত কর্মীর ওয়ারীশদের সংবাদ প্রদান।
  • দাফন ও পরিবহন খরচ।
  • আর্থিক অনুদান প্রদান।
  • সংশ্লিষ্ট দেশের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে মৃত্যুজনিত ক্ষতিপূরণ।
  • বীমা ও বকেয়া বেতন ভাতা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদায়পূর্বক মৃতের ওয়ারীদের নিকট প্রদান করা হয়।

৩। উন্নয়ন, প্রচার ও এনজিও শাখা:

  • গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের সচেতনতার লক্ষ্য সরকারী/বেসরকারী ও এনজিো সংস্থার সহযোগীতায় বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিয়ে ওয়ার্কশপ/সেমিনার/আলোচনা সভা/ডকুড্রামা প্রদর্শন, লিফলেট ও পুস্তিকা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
  • নারী গৃহকর্মী হিসাবে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক সঠিক তথ্য পরামর্শ, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে সহায়তা প্রদান করা হয়।

৪। অভিযোগ ও তদন্ত ও সহায়তা প্রদান শাখা:

  • বিদেশ গমনেচ্ছু কোন কর্মী প্রতারণার শিকার হলে সে ক্ষেত্রে আইনগত সহায়তা ও সঠিক পরামর্শ প্রদান করা হয়।
  • বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদেশ গমনের আর্থিক খরচের তথ্য প্রদান ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হয়।
  • বিদেশ যেতে ইচ্ছুক মহিলা গৃহকর্মীদের সঠিক তথ্য পরামর্শ ও প্রশিক্ষণ বিষয়ক কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়।
  • সরকারীভাবে কর্মী প্রেরণের ক্ষেত্রে আরোপিত দায়িত্ব পালন অভিবাসী কর্মীদের জন্য সরকারের গৃহিত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
  • বৈধ রিক্রুটিং এজেন্সির কার্যক্রম সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
  • দুবাই, কাতার, সিংগাপুর ও বাহরাইন এর ভিসা সঠিকতা যাচাই কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়।

 ৫।  প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO):

       •   প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং বিএমইটি’র নির্দেশনায় ও তত্বাবধানে গত নভেম্বর/২০২২খ্রি: হতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস,রংপুর এ বিদেশ গমনেচ্ছু কর্মীদের ০৩(তিন) দিনের প্রাক বহির্গমন ব্রিফিং প্রদান করা হচ্ছে। 

ধন্যবাদ

এছাড়া সরাসরি অফিসে এসে যে কোন তথ্য সংগ্রহ করা যাবে।

বিস্তারিত জানতে ওয়েব সাইট দেখা যেতে পারে:

ওয়েব সাইট : www.bmet.gov.bd & www.bmet.gov.org.bd